ছাত্রাবাস থেকে পড়ে গুরুতর আহত বিএসপিআই শিক্ষার্থী
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)’র শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলা হতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে।
আহত ছাত্রের নাম মো. সাদিকুর রহমান। সে বিএসপিআই এর কম্পিউটার বিভাগে ৫ম পর্বের ২য় শিফটে অধ্যায়নরত বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার।
আজ রবিবার (১৬ জুলাই) বেলা ১২টায় এই ঘটনা ঘটে। পরে আহত ছাত্রকে সহপাঠিরা প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর আঘাত গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার জানান, জানতে পেরেছি অত্র শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অন্য কিছু ঘটনা হলে তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে বলে জানান।