ছাত্রী ধর্ষনের মাধ্যমে শিক্ষকতার মহান পেশাকে কলঙ্কিত করেছে

রাঙামাটিতে শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

NewsDetails_01

নিজের স্কুলের ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষন ও হুমকি প্রদানের মামলায় রাঙামাটিতে মোঃ আব্দুর রহিম নামের এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত ভুক্তভোগী পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান ও অনাদায়ে আরো তিনবছর সশ্রম কারাদন্ড দেওয়ার নির্দেশ দেন।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাঈল হোসেন এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম লংগদু করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি লংগদু উপজেলার মুসলিক ব্লক এলাকার মো. আবু ছায়েদ এর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে ২৫ নভেম্বর ছাগল খুঁজতে গেলে লেবু দেওয়ার লোভ দেখিয়ে স্কুল সংলগ্ন খালি ছাত্রাবাসের ভেতর নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষন করেন প্রধান শিক্ষক আব্দুর রহিম এবং ঘটনা কাউকে না জানাতে হুমকি দেন। ঘটনার দুদিন পর ভিকটিম তার মাকে বিষয়টি জানান। পরে বিষয়টি নিয়ে ভিকটিমের মা স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অভিযোগ করে কোন প্রতিকার না পাওয়ায় একই বছরের ৫ অক্টোবর লংগদু থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর লংগদু থানার পুলিশ পরিদর্শক সুজন হালদার ও মোহাম্মদ জাকির মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন মোট ১৩ জন সাক্ষ্য প্রদান, যুক্তি তর্ক উপস্থাপন শেষে বুধবার রায় প্রদান করেন আদালত।

NewsDetails_03

রায়ে বলা হয়, আসামি একজন বিবাহিত হওয়া স্বত্তেও ধর্ষনের মাধ্যমে একদিকে যেমন তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, অন্যদিকে তার নিজের ছাত্রী ধর্ষনের মাধ্যমে শিক্ষকতার মহান পেশাকে কলঙ্খিত করেছেন। আসামি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পাহাড়ী-বাঙ্গালী জাতিগত বিরোধের ফলাফল মর্মে দাবি করেছেন। তিনি মামলা থেকে বাঁচার জন্য ভিকটিমকে ধর্মান্তরিত করে বিবাহ করেছেন মর্মে আদালতে কাগজ দাখিল করেছেন।

রায়ে আরো বলা হয়, আসামির এরুপ কর্মকান্ডে প্রতিয়মান হয়, তিনি প্রকৃতপক্ষে একজন প্রতারক এবং বিকৃত যৌনাচারের ধারক ও বাহক। আসামিকে অনুকম্পা প্রদর্শনের সুযোগ নেই। আসামিকে যথোপযুক্ত সাজা প্রদান করা হলে পাহাড়ী-বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র নৃ গোষ্ঠী জনগণের কাছে এ বার্তা পৌছে যাবে, আইনের দৃষ্টিতে সকলে সমান এবং বিচার বিভাগ সকলের জন্য উন্মুক্ত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিজ্ঞ বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম অভি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

আসামিপক্ষে বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, এই মামলায় আমরা ন্যায় বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে আপিল করবো। আমাদের বিশ্বাস আপিলে আসামি নির্দোষ খালাস পাবেন। রায় ঘোষণার সময় আসামি মোঃ আব্দুর রহিম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন