২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর, সকালের দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা জোনের জোন এনসিও সার্জেন্ট মো. সামসুজ্জামান,
মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ছাত্র আন্দোলনের প্রতিনিধি, প্রমুখ বক্তব্য দেন।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, শহিদের আত্মদান ব্যর্থ হবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমারা তাদের প্রত্যাশিত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো।
আলোচনা সভা শেষে শহিদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দেশের কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য করা হয় বিশেষ প্রার্থনা।
স্মরণসভায় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাও: আবদুল জলিল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।