ছেলের কাছেই ফিরলেন সেই বৃদ্ধা
ষাটোর্ধ শহিদা বেগম হারিয়ে গিয়েছিলেন পাঁচদিন আগে। পথ হারিয়ে চলে এলেন রাঙামাটিতে। কিন্তু, কোথায় থাকেন, কি পরিচয় কিছুই মনে ছিল না। শুধু জানে তার একটা ঠিকানা আছে, সে ঠিকানায় ফিরতে চান তিনি। অবশেষে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় নিজের ছেলের কাছেই ফিরলেন তিনি।
গত মঙ্গলবার রাতে রাঙামাটি শহরের বিএডিসি কলোনি এলাকা থেকে তাকে উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। এরপর কোতয়ালী থানার ভেরিফাইড ফেসবুক পেইজে বৃদ্ধা শহিদা বেগমের পরিবারের খোঁজ চেয়ে পোষ্ট দেয়া হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তারই প্রেক্ষিতে আজ বুধবার সকালে বৃদ্ধার ছেলে আমির হোসেন মায়ের খোঁজে রাঙামাটি কোতয়ালী থানার পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে, সব খবরাখবর নিয়ে ছেলের হাতে তুলে দেয়া হয় বৃদ্ধা শাহিদা বেগমকে।
কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন জানান, বৃদ্ধার শহিদা বেগমের ঠিকানা চট্টগ্রামের রাংগুনিয়ার বেতছড়ি আমির বাড়ি। তিনি স্থানীয় মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি বৃদ্ধা শাহিদা বেগমের মঙ্গল কামনা করে বলেন, আল্লাহ উনাকে ভালো রাখুন।