ছোট হরিণা বাজার পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশী

purabi burmese market

ভয়াবহ অগ্নিকান্ডে রাঙামাটি-ভারত সীমান্তবর্তী বরকল উপজেলার ছোট হরিণা বাজার পুড়ে গেছে।

রোববার (৩০মে) মধ্যরাতে অগ্নিকান্ডে প্রায় ২৮ টি দোকান ও কয়েকটি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৩ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় সুত্র জানায় গতকাল হঠাৎ একটি দোকান থেকে আগুনের ফুলকী দেখা দেয়। আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। স্থানীয় লোকজনের পাশাপাশি ছোট হরিণা বিজিবি সদস্যরা এসে ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) জুয়েল রানা বলেন, আমি সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানিয়দের সাথে কথা বলেছি।

তিনি আরও বলেন,স্থানীয়দের ভাষ্যমতে আগুনে প্রায় তিনকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩হাজার টাকা করে সাহায্য করা হয়েছে এবং পরবর্তী আরও সাহায্য করা হবে বলে জানান তিনি।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।