বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রানী সম্পদ গবেষণা ইনিষ্টিটিউট (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্রে জঙ্গিবাদ সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা মূলক সেমিনার অনুষ্টিত হয়েছে।
আজ আঞ্চলিক কেন্দ্রের হল রুমে অনুষ্টিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রানী সম্পদ ইনিষ্টিটিউট এর মহাপরিচালক ডঃ তালুকদার নুরুন্নহার। সেমিনারে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, এমপি প্রতিনিধি খাইরুল বাসার, হাজী এমএ কালাম কলেজের শিক্ষক অধ্যপক মোঃ শফিউল্লাহ, আওয়ামীলীগ নেতা ইমরান মেম্বার প্রমুখ।
সেমিনারে বিএলআরআই এর মহাপরিচালক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনের লক্ষে জঙ্গিবাদ সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
সচেতনতা সৃষ্টি করে শেখ হাসিনার সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান।