জঙ্গি হামলায় যারা ধরা পড়ছে, তারা জামায়াতের কথা বলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

NewsDetails_01

picস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গি হামলা ও নাশকতার ঘটনায় যাদেরই ধরা হচ্ছে তারাই স্বীকার করেছে, তারা অতীতে কোনও সময়ে কিংবা এখনও জামায়াতে ইসলামীর ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তারাই একাজগুলো করছে। শুধু জামায়াতে ইসলামীই নয়, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠিগুলোর সদস্যও তারা। তাদের (জামায়াতের) আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গি হয়েছে তারা। শুক্রবার দুপুরে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনায় রাজনৈতিক মদদ রয়েছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বঙ্গবন্ধু। একই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি অবিচল থেকে জীবনের মায়া ত্যাগ করে এসব ষড়যন্ত্র মোকাবিলা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,

সেই বাংলা ভাইয়ের সময় যখন মিডিয়াগুলো এসব জঙ্গিদের কথা লিখেছে, তখন তারা বলেছে এগুলো মিডিয়ার সৃষ্টি। আজকে তাদেরই নেতৃত্বে তাদেরই সহযোগিতায় এই ষড়যন্ত্র চলছে। এটা স্পষ্ট ও প্রমাণিত। গোয়েন্দা বাহিনীর কাছে এটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। গুলশান ও শোলাকিয়ার ঘটনায় রাজনৈতিক মদদদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে কাজ করছে আইন শৃংখলা বাহিনী।

NewsDetails_03

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১ এ বঙ্গবন্ধুর ডাকে যেভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, আজকেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ছোট শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। এতেই বুঝা যাচ্ছে, আমরা সন্ত্রাসী ও জঙ্গিদের যথার্থভাবেই দমন করতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

যে গোষ্ঠি ও ষড়যন্ত্রকারীরা ’৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, সেই ষড়যন্ত্রকারীরাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। ২১ আগস্টের মতো ঘটনাও ঘটিয়েছে তারা। এসব হামলা থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন বলেই আজকে তার নেতৃত্বে আমরা একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে এগিয়ে চলেছি।

বক্তব্য দেওয়ার আগে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের উদ্যোগে প্রকাশিত ‘টার্গেট আগস্ট, ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু এভিনিউ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম ও ছাত্রলীগের বর্তমান সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। সূত্র-বাংলা ট্রিবিউন

আরও পড়ুন