জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, দেশের জনগণের কর্মসংস্থান নেই, জনগণের জানমালের নিরাপত্তা নেই। কিন্তু জাতীয় পার্টির শাসনামলে দেশে শান্তি ছিল, জনগণের জানমালের নিরাপত্তা ছিল। তাই জনগণের জন্য জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আসতে হবে। আর এবার আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার, তা করতে হবে। কারণ জনগণ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। কিন্তু স্বাধীনতার ফসল জনগণের কাছে পৌঁছে দিয়েছে জাতীয় পার্টি। আমাদের জাতীয় পার্টির শাসনামলে দেশের যে পরিমাণ সংস্কার ও উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের আমলে হয়নি।
এ ছাড়াও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি দেশ ও জনগণের জন্য কাজ করতে রাজনীতি করে। নতুন বাংলাদেশ গড়ব মোরা,নতুন করে শপথ নিলাম।