আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। কিন্তু স্বাধীনতার ফসল জনগণের কাছে পৌঁছে দিয়েছে জাতীয় পার্টি। আমাদের জাতীয় পার্টির শাসনামলে দেশের যে পরিমাণ সংস্কার ও উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের আমলে হয়নি।
এ ছাড়াও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি দেশ ও জনগণের জন্য কাজ করতে রাজনীতি করে। নতুন বাংলাদেশ গড়ব মোরা,নতুন করে শপথ নিলাম।