জনসচেতনতা বাড়াতে তৎপর রাঙামাটির পুলিশ সুপার
করোনা সংক্রমণ রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন।
আজ রবিবার (৪জুলাই) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি এবং বনরুপা বাজারে প্রচারনা ও মাস্ক বিতরণ কর্মকান্ডে অংশ নেন তিনি।
পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন শহরের গুরুত্বপূর্ণ বাজার ঘুরে দেখেন এবং জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারভিযান এবং মাস্ক বিতরণ করেন।
এসময় তিনি,অতি জরুরী প্রয়োজন ছাড়া চলমান লকডাউনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, করোনা সংক্রমন রোধে সকলের সহযোগিতা একান্ত কাম্য। সবাইকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ করেন তিনি। এসময় তার সাথে পুলিশের উর্ধ্বতন অফিসার উপস্থিত ছিলেন।