জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন বান্দরবান জেলা প্রশাসক

NewsDetails_01

শুভ জন্মাষ্টমীতে শুভেচ্ছা বিনিময় করবেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। ২৫ আগষ্ট বিকাল ৪ টায় সর্কিট হাউসে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বান্দরবানে বসবাসরত প্রতিটি সম্প্রদায়ের গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সৌজন্যে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া শুভ জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ ২৪ আগষ্ট রাত ৮ টায় রাজার মাঠে ধর্মসভাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

আরও পড়ুন