জলবায়ুর প্রভাব সম্পর্কে জনমত সৃষ্টিতে খাগড়াছড়িতে মানববন্ধন

NewsDetails_01

জলবায়ুর প্রভাব সম্পর্কে জনমত সৃষ্টিতে খাগড়াছড়িতে মানববন্ধন
জলবায়ুর প্রভাব সম্পর্কে জনমত সৃষ্টিতে খাগড়াছড়িতে মানববন্ধন
জলবায়ুর প্রভাব সম্পর্কে জনমত সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথ উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে।

NewsDetails_03

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন নারী নেত্রী নমিতা চাকমা এবং সচেতন নাগরিক কমিটির খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মো: জহুরুল আলম। ৭ নভেম্বর থেকে মরক্কোতে শুরু হচ্ছে ২২তম জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে আইনি বাধ্যবাদকতায় চুক্তির জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের টেকসই উন্নয়ন লক্ষ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ১৩টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন