জাতিগঠনে অন্যতম প্রধান মাধ্যম হলো গ্রন্থাগ্রার : পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

”জাতি গঠনে অন্যতম প্রধান মাধ্যম হল গ্রন্থাগ্রার” বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

আজ বুধবার(৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় গ্রন্থাগ্রার দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা গ্রন্থাগ্রারের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ পাঠাগারের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

NewsDetails_03

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, “শিক্ষা জাতি মেরুদন্ড” শিক্ষাই সুশিক্ষিত হতে হলে আমাদের বই পড়তে হবে। তাহলে জীবনে আলোকিত মানুষ হতে পারবে। শিক্ষা ক্ষেত্রে খাগড়াছড়ি অনেক পিছিয়ে আছে। এজন্য তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান করেন।

অনুষ্ঠানে সরকারি জেলা গ্রন্থাগ্রারের আহ্বাবায়ক ও জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সাবেক অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যাপক মধুমঙ্গল চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল কালাম আজাদসহ আরো অনেকে। পরে জেলার তিনটি গ্রন্থাগ্রারকে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন