জাতির পিতার জন্মশত বার্ষিকীতে কাপ্তাইয়ে শ্রদ্ধা নিবেদন
জাতীয় শিশু দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (১৭মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্বরের জনগন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন, উপজেলা আ”লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ আ’লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন, জাতির পিতার জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না।।