জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় জেলার বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ও একবিংশ শতাব্দীর বাংলাদেশ শীর্ষক একটি ওয়েব সেমিনার অনুষ্ঠিত হয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর মোঃ নুরুল আবছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েব সেমিনারে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ. ইমাম আলি।
আলোচনায় আরো অংশ নেন, বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর আমীর মুহাম্মদ নসরুল্লাহ ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন সমূহ।
এই ওয়েব সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সর্বস্থরের ট্রাস্ট সদস্য, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।