জাতীয় শিক্ষা সপ্তাহে কাপ্তাইয়ে ৪ ক্যাটাগরিতে নৌ বাহিনী স্কুলের শ্রেষ্ঠত্ব অর্জন

NewsDetails_01

NewsDetails_03

জাতীয় শিক্ষা সপ্তাহে রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে ৪ ক্যাটাগরিতে কাপ্তাই নৌ বাহিনী স্কুল শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর বাছাই সংক্রান্ত কমিটি বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে এই বছর উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল ক্যা

টাগরিতে এই স্কুলকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে সনদপত্র এবং ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়া এই স্বুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, স্কাউটস শিক্ষক মো: ইমতিয়াজ উদ্দীন শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক এবং ১০ম শ্রেনীর শিক্ষার্থী ঐন্দ্রিলা দে পুজাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে সনদপত্র এবং ক্রেষ্ট প্রদান করা হয়। মঙ্গলবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, সভাপতি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, বিশেষ অতিথি উপজেলা আ’লীগ এর সভাপতি অংসুচাইন চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিরা নৌ বাহিনী স্কুলের অধ্যক্ষ কমান্ডার এম রুহল আমিন সরকার এবং প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলমের হাতে সনদপত্র এবং ক্রেষ্ট তুলে দেন। উল্ল্যেখ যে, বিগত কয়েকবছর ধরে উপজেলা এবং জেলা পর্যায়ে শিক্ষা এবং সংস্কৃতিতে এই প্রতিষ্ঠানটি তাদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখে চলছে।

আরও পড়ুন