জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে আলোক শিখা প্রজ্জ্বলন

বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়েছে।

আজ ১৪ আগস্ট (শনিবার) সন্ধ্যায় বান্দরবানের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শহিদ পরিবারের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোক শিখা প্রজ্জ্বলন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোঃ মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আরও পড়ুন