জুরাছড়ির সেই মেধাবী ছাত্র উজ্জ্বল এর পড়াশুনার দায়িত্ব নেবার ঘোষণা চেয়ারম্যান বেবীর

NewsDetails_01

চলতি সপ্তাহে দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এবং সমমনা কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্র উজ্জ্বল কান্তি চাকমা রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। কিন্তু উজ্জ্বল চাকমা অর্থাভাবে মেডিকেলে ভর্তি হতে পারছেন না, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আর এই বিষয়টি নজরে আনেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং ডাকসু’র সাবেক জিএস গোলাম রাব্বানী। তৎক্ষনাৎ তিনি বিষয়টি অবহিত করেন কাপ্তাই উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক আলিব রেজা লিমনকে।

NewsDetails_03

আলিব রেজা লিমন এর কাছ থেকে বিষয়টি জানার পর অসহায় উজ্জ্বলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার ঘোষণা দেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি এবং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।

তিনি এই প্রতিবেদককে জানান, মেধাবী ছাত্র দরিদ্র উজ্জ্বল কান্তি চাকমার বিষয়টি আমি ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিমনের মাধ্যমে জানতে পারি, বিষয়টি আমার হ্রদয়কে খুব নাড়া দিয়েছে, তাই আমি এই অসহায় ছেলেটার মেডিকেলের পড়ালেখার দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করছি।

আরও পড়ুন