জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে লামায় স্মরণ সভা

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারা দেশে আহত ও নিহত শহীদদের স্মরণে বান্দরবান জেলার লামা উপজেলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার সকালে নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.শাহাদৎ হোসেন, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সরকারী মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোনায়েম, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তমিজ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি আবদুর রব, জামায়াত ইসলামী বাংলাদেশ’র পৌর শাখার আমির ফারুক আহমদ, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও ছাত্র সমন্বয়ক মো. মনছুর আলম অতিথি ছিলেন। আলোচনা শেষে মুনাজাতের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের জন্য দোয়া করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী স্বাতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-খাদ্য কর্মকর্তা সেলিম হেলালী, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার ও আইসিটি কর্মকর্তা সুব্রত দাশ প্রমুখ।

স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীণতার আরেক নতুন সূর্য পেয়েছি। এটিকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশকে গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহবানও জানান নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

আরও পড়ুন