জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাঙ্গামাটিতে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং প‌তিত ফ্যা‌সিস্ট সরকারের নির্যাতন-দুর্নীতির বিচারসহ পাঁচ দফা দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ র‌বিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের বনরুপা বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মো. মনসুর আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম।

NewsDetails_03

এসময় আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইরফানুল হক, পৌর আমির মো. মাইনুদ্দিন, পৌর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ, সদর থানা জামায়াতের সভাপতি মাওলানা এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াতের পাঁচ দফা দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন; জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত; ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনের হাতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন