জেনে নিন মাহা সাংগ্রাই এর বান্দরবানের কর্মসূচী

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলায় বর্ষবরণ উৎসব সাংগ্রাই উৎযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এ উৎসবকে সামনে রেখে অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচী জেনে নিতে পারি আমরা। কি থাকছে মাহা সাংগ্রাই এর অনুষ্ঠান সূচীতে, দেখে নিন একনজরে।

“শত বছরের ধারাবাহিকতায় আবারো আসছে সাংগ্রাই
বৈশাখের উষ্ণ তাপে ফুটেছে নাগেশ্বর
এরই সুবাশে আনন্দ দোলা দেয় পার্বত্যবাসীর সকলের মনে।
প্রাণের এই সাংগ্রাই মিরবো আমরা সকলে
একত্রিত হয়ে শুদ্ধ হবো মৈত্রী বারী বর্ষণে।”

বান্দরবানের মাহা সাংগ্রাই
NewsDetails_03

১৩ এপ্রিল ২০১৭
সকাল ৭ টায় মিনি ম্যারাথন দৌড়।
সকাল ৮ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সকাল ৮ টায় সাংগ্রাই এর বর্ণাঢ্য র‌্যালী।
সকাল ১০টায় বয়:জৈষ্ঠ পূজা।

১৪ এপ্রিল ২০১৭
দুপুর ২টা ৩০ মিনিটে বুদ্ধস্নান পূজা।
রাত ৮টায় পিঠা তৈরী উৎসব।

১৫ এপ্রিল ২০১৭
দুপুর ২টা ৩০ মিনিটে মৈত্রী পানি বর্ষণ।
দুপুর ২টায় ঐতিহ্যবাহী ক্রিড়া প্রতিযোগীতা।
দুপুর ৩টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিবেশনায়:মারমা শিল্পী গোষ্ঠি

১৬ এপ্রিল২০১৭
দুপুর ২টায় মৈত্রী পানি বর্ষণ।
দুপুর ২টায় ঐতিহ্যবাহী ক্রিড়া প্রতিযোগীতা।
দুপুর ৩টা ৩০মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বান্দরবানে আদিবাসীদের বর্ষবরণ উৎসব

সাংগ্রাই এর বর্ণাঢ্য র‌্যালী, পানি বর্ষণ, ক্রিড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান বান্দরবানে রাজারমাঠে, বুদ্ধস্নান পূজা জেলা শহরের উজানীপাড়াস্থ সাঙ্গুনদীর তীরে,পিঠা তৈরী উৎসব শহরের বিভিন্ন পাড়ায় অনুষ্টিত হবে। বান্দরবান শহরের মাহা সাংগ্রাই এর বর্ণাঢ্য র‌্যালীতে এবং উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন