জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রুমায় দাবা প্রতিযোগিতা

purabi burmese market

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ অর্থবছরের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে (২৮ জানুয়ারি) রুমা উপজেলার ২নং সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় খেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আরবিটার রত্নজয় রতন তঞ্চঙ্গ্যা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।

প্রতিযোগিতায় মোহাম্মদ আক্তার হোসেন ও হ্লামং মারমা চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছেন উবানু মারমা, আবু ছিদ্দিক ও ক্যসিংহ্লা মারমা। খেলায় অংশ গ্রহণ করেন মোট ৪০ জন। পরে উপজেলার বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।