বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মংক্য চিং চৌধুরী (৬১) আর নেই ।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টা ৩৩ মিনিটে নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই নেতা ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসা শেষে বান্দরবানের নিজ বাসায় নিয়ে আসে পরিবারের সদস্যরা। আজ সকাল ১০ টা ৩৩ মিনিটে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।