জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান করলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
বান্দরবানে বিদায়ী জেলা প্রশাসক দাউদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সন্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসারসহ অনেকে। এসময় পার্বত্য জেলা পরিষদ এর সদস্য ও জেলা পরিষদের ন্যাস্ত বিভাগের কর্মকর্তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জেলা প্রশাসকের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, বিগত দিনের মতো সদ্য বিদায়ী জেলা প্রশাসক বান্দরবান জেলার পাশে থাকে জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
অন্যদিকে জেলা প্রশাসক দাউদুল ইসলাম বিদায়ী বক্তব্যে বলেন, বান্দরবানের দীর্ঘদিনের কর্মময় সময়ে মানুষের ভালোবাসা কখনও ভুলবোনা। এসময় তিনি বান্দরবানের জন্য আগামীতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।