জয় ত্রিপুরা হত্যার প্রতিবাদে ত্রিপুরা স্টুডেন্ট্স ফোরামের মানববন্ধন

রাঙামাটি শহরের সদর হাসপাতাল প্রধান সড়কে জয় ত্রিপুরা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা। আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা সভাপতি উর্মি ত্রিপুরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিপুরা কল্যান ফাউন্ডেশনের সাবেক সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ইউপি মহিলা সদস্য জীবনশ্রী ত্রিপুরা, রাঙামাটি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে ব‌লেন, জয় ত্রিপুরা খুনের ৫ দিন পে‌রি‌য়ে গেলেও এখনো হত্যাকান্ডের মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ অতি দ্রুত জয় ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করার
আহবান জানান বক্তারা।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ রাত আড়াইটার দিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অসুস্থ জমির উদ্দিনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে দেখে নিজ মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাঙামাটি সদর হাসপাতাল প্রধান সড়কে রাঙামাটি জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক জয় ত্রিপুরাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জয় ত্রিপুরার বড় ভাই সাগর ত্রিপুরা গত ১৮মার্চ রাতে রাঙামাটি কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলো।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।