টর্ণেডোর প্রভাবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শতাধিক বসতবাড়ির, ব্রীজ ও গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার ভোরে প্রবল বর্ষণের সাথে বয়ে যাওয়া টর্ণেডোতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।
তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে দীঘিনালা উপজেলায় টর্ণেডো আঘাত হানে। এতে উপজেলার মাইনী নদীর ওপর হাসিনসনপুর এলাকার সাথে বোয়ালখালী বাজারে সংযোগ সেতুটির ভেঙ্গে নদীতে পড়ে যায়। তারাবনিয়া ও আশপাশের তিনটি গ্রামের শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমান আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর তালিকা তৈরী করা হচ্ছে।