টি‌সি‌বি পণ্য পেয়ে খু‌শি ইউ‌পি‘র উপকারভোগীরা

NewsDetails_01

রাঙামা‌টির কুতুকছড়ি ইউনিয়নের দিনমজুর সুখময় চাকমা ও ল‌তিকা দেবী চাকমা ‌কম দামে টি‌সি‌বির পণ্য তেল, চি‌নি, ডাল পেয়ে বেজায় খু‌শি। চো‌খেমু‌খে তৃ‌প্তির হা‌সি। প্রথমবারের মত ইউ‌নিয়ন পর্যা‌য়ে টি‌সি‌বির পণ্য পাওয়ার সু‌বিধা পৌঁছে দেওয়া বর্তমান সরকা‌রের এ উ‌দ্যোগ‌কে সাধুবাদ জা‌নি‌য়ে দোয়া কর‌লেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্য।

আজ র‌বিবার বেলা ১১টার দি‌কে রাঙামা‌টি সদরের কুতুকছ‌ড়ি ইউ‌নিয়নের বড়মহাপুরুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গ‌নে টি‌সি‌বি পণ্য বিতর‌ণে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

NewsDetails_03

এসময় সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাজমা বিনতে আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লে‌লিন দে, কুতুকছ‌ড়ি ইউ‌পি চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

এ‌দিন সকাল থেকে ফ্যা‌মি‌লি কার্ডধারীরা টি‌সি‌বি পণ্য সংগ্রহ করতে নি‌র্দিষ্ট ডিলার পয়েন্টে ভিড় জমান। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাজমা নিতে আমিন সরজমিনে উপ‌স্থিত থে‌কে পণ্য বিতরণ কার্যক্রম ম‌নিট‌রিং করেন। ‌টি‌সি‌বি পণ্য বিতরণের কার্যক্রমের আওতায় কুতুকছ‌ড়ি ইউ‌নিয়নে ৮৭১ প‌রিবারকে ভর্তু‌কি মু‌ল্যে ‌টি‌সি‌বি পণ্য দেয়া হচ্ছে।

আরও পড়ুন