ট্রফি কান্ডের জেরে আলীকদমের ইউএনওকে বদলি

NewsDetails_01

ফুটবল খেলার ট্রফি ভাঙ্গার জেরে বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে অবশেষে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ভেঙে আলোচনায় আসেন তিনি।

গত সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো।

NewsDetails_03

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে বিতরণ না করে খেলোয়াড় ও কয়েক শ’ দর্শকের সামনে ট্রফি ভেঙে ফেলেন তিনি।

মিয়ানমার থেকে চোরাই ভাবে আনা শত শত গরু আটকের জের ধরে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামসহ স্থানীয় গরু চোরাকারবারিদের সাথে ইউএনওর বিরোধ তৈরি হলে উপজেলা চেয়ারম্যান ট্রফি ভাঙ্গার আংশিক ভিডিও ভাইরাল করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

গত ২৪ এপ্রিল আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম আলীকদমে যোগ দেন।

আরও পড়ুন