ঠান্ডারোধে মসজিদে কার্পেট দিলেন রাঙামা‌টির ডি‌সি

purabi burmese market

শীতের ঠান্ডায় নামায পড়তে অসু‌বিধা হ‌চ্ছিল রাঙামা‌টির বরকল উপজেলার ধনুবাগ মসজিদের মুসল্লীদের। মেঝেতে উপল‌ব্ধি হয় কনকনে ঠান্ডা। এতে করে ঠান্ডায় নামায পড়তে ধর্মপ্রান মুসল্লী‌দের যা‌তে ‌কোনপ্রকার কষ্ট না হয়, সে‌দিক লক্ষ্য রেখে কার্পেট সদৃশ জায়নামায দিয়েছেন রাঙামা‌টির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

আজ বুধবার নিজের কার্যালয়ে মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টির হা‌তে জায়নামায তুলে দেন জেলা প্রশাসক। রাঙামা‌টির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ধনুবাগ মসজিদ কমিটি আবেদনের প্রেক্ষি‌তে এ জায়নামায প্রদান করা হয়।

এসময় মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টির পক্ষ থে‌কে জেলা প্রশাসকের সা‌র্বিক মঙ্গল কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।