ডাঃ এস এম চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকীতে শোক ও স্মরণ সভা

NewsDetails_01

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও ব্যাপ্টিস্ট সংঘের সাবেক সভাপতি প্রয়াত ডাঃ এস এম চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকীতে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার(৩১ অক্টোবর ) সকালে মিশন এলাকা ব্যাপ্টিস্ট চার্চে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, কর্মকর্তা, নার্স এবং কর্মচারীরা এই সভার আয়োজন করেন।

NewsDetails_03

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এই স্মরণ সভা পরিচালনা করেন। সভায় প্রভুর বাক্য পরিচালনা জোনাথন ঈগল।

এইসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, হাসপাতালের স্টাফ ময়া লুসাই, লালরুন বম ও নমিতা বিশ্বাস।

উল্লেখ্য যে, এই অঞ্চলের চিকিৎসা সেবার অগ্রদূত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এস এম চৌধুরী ২০১১ সালের ৩০ অক্টোবর দিবাগত রাত ১ টায় ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলুর জেলার ভেলুর খ্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন