ডা: প্রবীর খিয়াং কাপ্তাই উপজেলার শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ :২০২৩ এ রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন কাপ্তাই বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশনারী হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।
কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছর এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা: প্রবীর খিয়াংকে কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা উপজেলা রাইফেল ক্লাব সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত: ডা: প্রবীর খিয়াং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক এর দায়িত্ব পালনের পাশাপাশি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা রাইফেল ক্লাবের সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি নিজেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রেখেছেন।