ডিএমপি’র সূত্র পাহাড়বার্তাকে জানায়,আজ বুধবার ১৩ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন বা বদলী করা হয়।
ইতোপূর্বে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাঁকে পদোন্নতিসূত্রে ডিএমপিতে বদলী করা হয়। এর আগে তিনি সুনামের সাথে বান্দরবান জেলার পুলিশ সুপার এর দায়িত্ব পালন করেন।