ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবীতে কাপ্তাইয়ে মানববন্ধন
ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল, রাঙামাটির ৬ জন সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে কাপ্তাইয়ে আজ রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত। কাপ্তাই সড়কের বড়ইছড়ি সদরে অনুষ্ঠিত এই মানববন্ধনে
উপজেলার সর্বস্তরের সংবাদকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সচেতন নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছে।
কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি মোঃ আজগর খান, সাংবাদিক অর্ণব মল্লিক, সংগঠক আদনান সরোয়ার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় নালন্দা বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভান্তে, সংস্কৃতিকর্মী বসুদেব, জয়নাল আবেদীন, তৃষা, বৃষ্টি আক্তার, সামাউ মারমা, সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ইমতিয়াজ, সুমন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উক্ত মানববন্ধনে অংশ নিয়েছে।
মানববন্ধনে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করার পাশাপাশি, রাঙামাটিতে ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এছাড়া সত্য সংবাদ প্রকাশে যেন সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা পায় সেজন্য সকলকে সহযোগিতা করার আহবান জানানো হয়।