ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক চোচু মং গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি

অপারেশন ‘ডেভিল হান্টে’ অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য চোচু মং (৪০) মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে চোচু মং মার্মাকে গ্রেফতার করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

NewsDetails_03

বিশ্বস্ত সূত্রে জানা যায়, চুচো মং মার্মা আওয়ামিলীগ সরকার আমলে একটি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি আরেকটি বিস্ফোরক মামলা হয় তার বিরুদ্ধে। সে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। সে তালিকাভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয় সুত্রে জানাযায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, চোচুমং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

আরও পড়ুন