ঢাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওয়াছো চীবর দান অনুষ্ঠিত

14055720_1084869018267251_189065681_nঢাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওয়াছো চীবর দান ও একক ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শুক্রবার দুপুরে দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের আয়োজনে চীবর দান ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি। প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন শ্রীমৎ উপঞঞা জোত থের (উচাহ্লা ভান্তে)।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি বলেন, ধর্মের মূলনীতি অনুসরণ করে চললে পৃথিবীতে মানুষে মানুষে দ্বন্ধ-সংঘাত থাকতোনা। এসময় তিনি সকলকে মানবকল্যানে কাজ করে যাওয়ারও আহব্বান জানান।
অনুষ্ঠানে পাহাড় ও সমতলের বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন