তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এ মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সদরের রুপনগর এলাকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এ এম নুরুল আবছার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ বোরহান উদ্দিন মিটু, তথ্য আপা নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপুর্ণ দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষ নিজের পায়ের ওপর নিজে দাড়াক, আত্ম নির্ভরশীল হোক, উন্নত জাতি গঠনে নিজেদের আত্মোৎসর্গ করুক।
বঙ্গবন্ধুর সে চাওয়া পাওয়া একে একে পুরন হতে চলেছে। এখন অভাব নেই বললেই চলে। সবাই যে যার মতো করে স্বয়ংসম্পুর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদরপ্রসারী চিন্তা-চেতনা ও দিক নির্দেশনায় বাংলাদেশ এখন উন্নতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। উঠান বৈঠকে রুপনগর এলাকার প্রায় শতাধিক মহিলা অংশ নেয়।