আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চৌধুরী মার্কেটস্থল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। এতে পুলিশী বাঁধা পণ্ড হয়ে গেছে বিএনপির প্রতিবাদ সমাবেশ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি, সহ-সভাপতি আব্দুল মাবুদ,মুজিবুর রশিদ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অমিতসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২১ আগস্ট আওয়ামী লীগের জনসমাবেশে গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবত জীবন কারাদন্ড ও ২০ জনকে ফাঁসি, অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদের আদেশ প্রদান করে বিশেষ ট্রাইব্যুনাল আদালত।