তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নাইক্ষ্যংছড়ি বিএনপির আনন্দ মিছিল

দীর্ঘ সাত বছর পর বান্দরবান জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশে করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিএনপি।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে নাইক্ষ্যংছড়ি বাজারস্থ বিএনপি কার্যালয় চত্ত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ আরেফ উল্লাহ ছুট্টু।

এর আগে বান্দরবান জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব ঘোষণা করায় নাইক্ষ্যংছড়ি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর এর নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়। উক্ত মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে।

NewsDetails_03

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, সহ-সভাপতি নুরুল আবছার সোহেল, যুবদল সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবু কায়সার, ছাত্রদল সভাপতি জিয়াবুল হক জেবু, ছাত্রনেতা মিজান প্রমূখ।

উল্লেখ্য, বান্দরবানে দীর্ঘ ৭ বছর পর বান্দরবান জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করেন।

এতে সাবেক সংসদ সদস্য ও রাজপুত্র সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও বান্দরবান সাবেক পৌর মেয়র জাবেদ রেজাকে সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ এবং সাবেক সংসদ সদস্য ও রাজপুত্র বধূ মাম্যাচিংকে কমিটির সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন