পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গণপূর্ত অফিসের সামনে পৌছলে পুলিশী বাঁধার মুখে পড়ে। সেখানে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের হাতাহাতি হয়, পরে সেখানেই সমাবেশ করে বিএনপি।

সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে তার বিরেুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে অভিযোগ করে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, সরকার তাকে স্বদেশে ফিরতে বাঁধা প্রদান করছে। সরকার জনগণের কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করছে দাবী করে তিনি বলেন, এসব মৌলিক অধিকার হরণের শামিল। সরকার ও পুলিশের এ ধরনের ফ্যাসিস্ট আচরনের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি কংচাইরী মারমা, সাধারন সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম সবুজ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো: শরীফুল ইসলাম ভূইয়া আসাদ ও জেলা মহিলা দলের সভানেত্রী শাহানাজ বেগম রোজি প্রমূখ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।