বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বান্দরবানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বান্দরবান জেলা বিএনপির ও অঙ্গসংগঠন।
আজ বুধবার রায় ঘোষণার পর পরই শহরের মারমা বাজার এলাকায় জেলা বিএনপির উদ্যোগে’র একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সমাবেশ করতে চাইলে পুলিশে বাধা মুখে পড়ে দলটি।
এসময় বিক্ষোভ মিছিলের উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, মংশৈম্রাই, বান্দরবান জেলা যুবদলের সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক শিমুল দাশ,বিএনপির নেতা চনুমং মারমা,জেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আমিন ফরহাদ সহ সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ।
এর আগে,তারেক জিয়ার রায়ের প্রতিবাদে বান্দরবান জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত ভূষণ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এদিকে, রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না হয় সেজন্য জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানের অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।