টানা দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সন্ত্রাসী চাইলা প্রু খিয়াং।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবক বয়সে রাঙ্গামাটি রাজস্থলী থানার সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার আসামি হন চাইলা প্রু খিয়াং। রাজস্থলী থানায় যুবক বয়সের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য মামলা দায়ের করা হলে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে পারেনি। অবশেষে তাকে বুধবার বিকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলারগংজাক হেডম্যান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে বান্দরবানের রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক মনির জানান, এই অসামীকে অনেক বছর পর আমরা গ্রেফতার করতে পেরেছি, তার বিরুদ্ধে মামলা বিচারাধীন আছে।
প্রসঙ্গত, বান্দরবানেসহ অপর পার্বত্য জেলায় বিভিন্ন অপরাধ সংগঠিত করে অনেকে বছরের পর বছর আত্মগোপনে থাকে, ফলে অপরাধের বিচারকার্য সম্পর্ন করতে সমস্যার সৃষ্টি হয়।