তিনি বিদ্যুৎ বিভাগের ভূয়া কর্মচারী

NewsDetails_01

Pic-Rumaমো: জিয়াউর রহমান,রান্দরবান জেলার রুমা উপজেলার বিদ্যুৎ বিভাগের কর্মচারী পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। অবশেষে ধরা পড়লেন আইনের জালে। রুমা উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ।সংশ্লিষ্ট সূত্র জানায়, জিয়াউর রহমান কয়েকদিন ধরে রুমা বাজারে একটি আবাসিক এলাকায় অবস্থান করছিল। সে নিজেকে বিদ্যুৎ বিভাগের লোক পরিচয়ে রুমা বাজারে বিভিন্ন দোকান থেকে ভূয়া বিল বানিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই দন্ড দেন। এসময় তার কাছ থেকে নকল সীল, ষ্ট্যাম্প ও নগদ টাকা পাওয়া যায়। জিয়াউরকে বুধবার বিকালে বান্দরবান জেলা সদরে পাঠানো হয়। সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালীর কুতুব নগর গ্রামে মৃত নুরুল কাদেরের ছেলে।
এই ব্যাপারে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাহাড়বার্তাকে বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯১০সালে বিদ্যুৎ আইনে ৪০ধারায় দন্ড দেয়া হয়।

আরও পড়ুন