তিন পার্বত্য জেলায় করোনায় আক্রান্ত ১৪ জন

NewsDetails_01

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আজ বুধবার ৬ মে পর্যন্ত ১৪ জনে দাড়ালো। তারমধ্যে সবচেয়ে বেশি বান্দরবান জেলায় ৯ জন, রাঙামাটি জেলায় একদিনেই ৪ জন ও খাগড়াছড়ি জেলায় মাত্র ১জন।

সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলার মধ্যে সর্বপ্রথম করোনা রোগী সনাক্ত হয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। জেলার ৭টি উপজেলার মধ্যে নাইক্ষ্যংছড়িতে ৫ জন, লামায় ২ জন এবং থানচি উপজেলার ২ জনসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ জনে দাড়ালো।

বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু পাহাড়বার্তাকে বলেন, জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯জন, তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

NewsDetails_03

বাংলাদেশে করোনা সংক্রামণ শুরুর ৫২তম দিনে খাগড়াছড়ি জেলায় প্রথম ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়, সে খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা । খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান ও খাগড়াছড়িতে অনেক আগে করোনা রোগীর সন্ধান পাওয়া গেলেও এবার প্রথমবারের মতো রাঙামাটি পার্বত্য জেলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) ৪ জন আক্রান্ত হয়েছেন।

রাঙামাটি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গে‌ছে, আক্রান্ত ব্য‌ক্তিরা জেলা শহরের রিজার্ভ বাজার, দেবাশীষ নগর, মোল্লা পাড়া ও হাসপাতাল এলাকার বা‌সিন্দা।

আজ বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার কবীর এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন