এবারের এইচএসসি পরীক্ষার ফলে তিন পার্বত্য জেলায় প্রথম স্থান অধিকার
করেছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তাদের পাসের হার ৯৮
দশমিক ১৫ শতাংশ। এই প্রতিষ্ঠান থেকে এবার জিপিএ ৫ পেয়েছেন ২৮ জন।
কলেজের অধ্যক্ষ মেজর দিলীপ কুমার রায় বলেন, বান্দরবান জেলায় ২৯ জন
জিপিএ-৫ পাওয়া ছাত্রের মধ্যে ২৮ জনই তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের। তিন
পার্বত্য জেলার মধ্যেও জিপিএ-৫ পাওয়া ও পাসের হারে এই কলেজ এগিয়ে রয়েছে।
পাসের হার ৯৮ দশমিক ১৫ শতাংশ।
২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা
শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ২১৬ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ৫
পেয়েছেন ২৮ জন। তার মধ্যে বিজ্ঞান বিভাগে ১১২ পরীক্ষার্থী নিয়ে জিপিএ ৫
পেয়েছেন ২৩ জন। মানবিক বিভাগে ২১ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১ জন,
ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৮৩ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছেন ৪ জন।
প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ১৫ শতাংশ।