তিন পার্বত্য জেলায় ৪৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে উন্নয়ন বোর্ড

NewsDetails_01

‌তিন পার্বত্য জেলায় করোনাকালীন স্বাস্থ্য‌ সেবায় অক্সিজেন সংকট কাটাতে অক্সিজেন সি‌‌লিন্ডার বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। রাঙামা‌টি, খাগড়াছ‌ড়ি ও বান্দরবান জেলায় বোর্ডের নিজস্ব উদ্যোগে ১৬টি করে ৪৮টি অক্সিজেন সি‌লিন্ডার বিতরন করা হয়।

আজ র‌বিবার (২১ জুন) সকালে উন্নয়ন বোর্ড কার্যালয়ে তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষের নিকট এসব সি‌লিন্ডার প্রদান করেন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

NewsDetails_03

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী, সদস্য আশীষ কুমার বড়ুয়া, ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, তিন পার্বত্য জেলার সাধারন জনগ‌ণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এসব অক্সিজেন সি‌লিন্ডার দেয়া হয়েছে। করোনা ও শ্বাসক‌ষ্ট জ‌নিত রোগীরা এসব সি‌লিন্ডারের মাধ্যমে হাইফ্লো-অক্সিজেন কেনোলার সাপোর্ট পাবে।

আরও পড়ুন