তুমব্রু কোনার পাড়া শরনার্থী শিবিরের রোহিঙ্গা নেতা মোঃ আরিফ হোসেন ও দীল মোহাম্মদ জানান, প্লাস্টিকে মোড়ানো ২৪৯টি ইয়াবাসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকার বাসিন্দা। আটকের পর তাদের তুমব্রু বিওপি কমান্ডার মোঃ মজিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের জানান, তিনি এখনো পর্যন্ত তিনি এ ধরনের খবর শুনেন নি।