তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের সর্বশক্তি : ক্যশৈহ্লা
তৃণমূলের নেতা কর্মীরা হলো আওয়ামী লীগের সর্বশক্তি। কর্মীরা সংগঠনের জন্য মাঠ পর্যায়ে জনকল্যাণ মূলক কাজ করেছে বলে আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে উঠেছে ।
আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকালে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের সাথে সাংগঠনিক মত বিনিময় সভা প্রধান অতিথি বক্তব্য কালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা এসব কথা বলেন তিনি।
বান্দরবানে থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাথুইখয় মারমা।
সাধারণ সম্পাদক নিহার বিন্দু চাকমা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা, সিনিয়র সহ সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো, নির্বাহী সদস্য বাশৈচিং মারমা, স্বপন কুমার বিশ্বাস,মংবোওয়াংচিং মারমা, সাংগঠনিক সম্পাদক সিমন ত্রিপুরা, যুগ্ন সাধারন সম্পাদক অলসেন ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, জিয়াঅং মারমা, মংপ্রুঅং মারমা,মুইশৈথুই মারমা প্রমূখ ।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বুলবুল পালিতসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা। মত বিনিময় সভায় আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন ।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা আরো বলেন, মুজিববর্ষ পালনের আগেই সকল সহযোগী সংগঠনসহ মূল সংগঠনের মেয়াদ উর্ত্তিন্ন কমিটিগুলো ভেঙ্গে নতুন কমিটি গঠন করা উচিত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি কোন প্রকার অপশক্তি আওয়ামী লীগের সফলতাকে নষ্ট করতে যাতে না পারে সেই বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহব্বান জানান তিনি।
এর আগে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের ২৮তম প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ।