এসময় পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১প্যাকট ডাল,১ লিটার তৈল, ৫কেজি আলু,১ কেজি লবণ,১কেজি পেয়াজ,ডেক্সি ২ কেজি,মেলামাইন প্লেইট ৪ টি,১৫ লিটারের ১ বালতি,কলসী ১টি,স্টীলের চামচ, বড় ছোট ৬টি,জগ ১টি,মগ ১টি ষ্টীলের গ্লাস ১টি করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যা সা প্রু,সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য লক্ষীপদ দাস,সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য ফিলিপ ত্রিপুরা,সদস্য সিং ইয়ং ম্রো,সদস্য তিং তিং ম্যা,সদস্য ম্রাসা খেয়াং, পার্বত্য জেলা পরিষদের হিসাবরক্ষক উ সা জাইসহ পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা,স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা ।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু বলেন, বান্দরবানবাসীর বিপদে আপদে জেলা পরিষদ পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।