ত্রাণ দিয়ে অগ্নিকান্ডের ক্ষতিপূরণ করা সম্ভব না : পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

ত্রাণ সামগ্রী বিতরণ করে বা সাহায্য দিয়ে কখনো আপনাদের ক্ষতিপূরণ করা সম্ভব না। সকলের সচেতনতাই পারে সকল প্রকার দূর্ঘটনা প্রতিরোধ করতে।

শুক্রবার সকালে বান্দরবানের ক্যাচিংঘাটা বাজারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ত্রাণ বিতরণকালে এ কথা বলেন ।

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ২০ কেজি চাউল, ২ বান্ডেল ঢেউটিন, ২কেজি তেল, ডাল, চিনিসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার এবং নগদ অর্থ প্রদান করা হয় ।

NewsDetails_03

এ সময় মন্ত্রী বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম,পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস ও মোজাম্মেল হক বাহাদুর সহ আরো অনেকে ।

গত ১১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে এক ভয়াবহ অগ্নিকান্ডে বান্দরবান জেলা সদরের ৬ নং ওর্য়াড ক্যাচিংঘাটা বাজার এলাকায় ২০টি দোকান ও বসত ঘর পুড়ে যায়

আরও পড়ুন