থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১০ ব্যবসায়িকে অর্থ বিতরণ

purabi burmese market

বান্দরবানের থানচি উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ ২১০ ক্ষুদ্র ব্যবসায়ীকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি’র বরাদ্ধে ও অর্থায়নে পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে এসব সামগ্রী থানচি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে ক্ষতিগ্রস্তদের হাতে চাউল, ডাল, তেল ছাড়াও কলসি, জগ, মগ, বালতি, প্লেট, গ্লাস, গামলা, দা, ইত্যাদি ছাড়াও নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সিয়ন ম্রো, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো, সিনিয়র নেতা স্বপন কুমার বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।