থানচিতে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের সাংগু নদীর চড়ের তামাক ক্ষেত থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হল পুলিশ।

আজ শনিবার ৬ মে দুপুরে সাংগু নদীর চড়ে পরিত্যক্ত তামাক ক্ষেতে একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানচি থানায় অভিহিত করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

NewsDetails_03

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বলিপাড়া বাজারে হাট বাজার দিন ছিল, সেদিনের বিভিন্ন প্রান্ত থেকে বাজারগামী মানুষের দল সাংগু নদীর চড়ে পরিত্যক্ত তামাক ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। এক পর্যায়ে এলাকার জনপ্রতিনিধিকে অবহিত করেন তারা। পরে উপস্থিত জনপ্রতিনিধিরা থানচি থানা পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের হস্তান্তর করে। তবে পুলিশ গাছকাটা শ্রমিক বলে ধারণা করছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমদাদুল হক বলেন, লাশ ময়নাতদন্তে জন্য বান্দরবানে পাঠানো হবে কিন্তু এখনও পর্যন্ত নিহত ব্যক্তি পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন